মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুলিয়া জারি করলেন সাতক্ষীরা থানার ওসি জিহাদ খান

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 260 দর্শন

 

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে ও মাহফুজ সরদারের সঞ্চলনায় বিট পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা থানার ওসি  আবু জিহাদ ফকরুল আলম খান।

এছাড়া বক্তব্য রাখেন ফিংড়ীর ৭নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক। সভায় প্রধান অতিথি সাতক্ষীরা থানার ওসি মো: আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ফিংড়ীবাসির সহযোগিতায় ইউনিয়ন থেকে চিরতরে মাদক নির্মুল করা হবে। মাদক বিক্রেতা ও মাদক সেবনকারিদের আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না।

এ ছাড়া তিনি আরও বলেন, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষণ, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, চাঁদাবাজ, জঙ্গিবাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দ্রুত যদি কোন মাদক বিক্রেতা আত্মসমর্পন করে তাকে সুযোগ দেওয়া হবে। অন্যথায় পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন