চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করলো শ্যামনগর থানা পুলিশ

দ্বারা zime
০ মন্তব্য 197 দর্শন

 

 

কেএম রেজাউল করিম: চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করলো শ্যামনগর থানা পুলিশ।শ্যামনগর থানা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মোঃ আসাদুজ্জামানের তত্ত্বাবাধনে সহকারী পুলিশ সুপার (দেবহাটা) সার্কেল শেখ মোঃ ইয়াছিন আলীর (দায়িত্বপ্রাপ্ত কালিগঞ্জ সার্কেল) সার্বিক সহযোগীতায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদার নেতৃত্বে এসআই (নিঃ) শেখ কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শ্যামনগর থানার মামলা নং-২২, তারিখ-২২/১১/২০২০ ইং, ধারা-৪৫৭/৩৮০/৩৪ পিসি মামলার আসামী শাহিন ফকির, পিতা-রহমান ফকির, সাং-পদ্মপুকুর, থানা-শ্যামনগর কে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা ও কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী জানান,বেশ কিছু দিন আগে শ্যামনগরের ন-বেকী বাজারের একটি শো রুম থেকে তালা ভেঙে ৩০ টি মোবাইল ফোন চুরি হয়ে যায়। পরে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন দোকান মালিক। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পদ্মপুকুর এলাকার শাহিন ফকির কে আটক করে পুুুুলিশ।সহকারী পুুুলিশ সুপার ইয়াছিন আরো জানান, আটককৃত আসামীর স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে চুরি হওয়া ৩০ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন