বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 142 দর্শন

 

সাতক্ষীরায় বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, প্রতিবন্ধী) শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম টুটুল, জেলা সাংস্কৃতি অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

এছাড়া উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শেখ নুরুল হক, শিল্পকলা একাডেমির শিক্ষক মো: শহিদুল ইসলাম, বিশ্বজিৎ সাহাসহ সম্প্রীতি বাক্শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়, সাতক্ষীরা বাক্ ও শ্রবন প্রতিবন্ধী স্কুল, রবি প্রতিবন্ধী স্কুল, সুইড খাতিমুন ন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠানে একক অভিনয়, নৃত্য, কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত, দেশাত্মবোধক গানে অংশগ্রহনকারি বিজয়ী মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রেসবিজ্ঞপ্তি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন