মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের স্বাভা‌বিক জীবনে ফি‌রি‌য়ে আনতে পুলিশের নানা উ‌দ্যোগ

দ্বারা zime
০ মন্তব্য 433 দর্শন

 

মাদক ব্যবসায়ী ও মাদক সেবী‌দের স্বাভা‌বিক জীব‌নে ফি‌রি‌য়ে আন‌তে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পিরোজপুর জেলা পুলিশ।

গত ০৪ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় জেলা পুলিশ পিরোজপুর ও আলোর পথে পিরোজপুর কর্তৃক আয়োজিত আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)পিপিএম।

এই মতবিনিময় সভায় প্রধান অতিথির নিকট ২৩ জন মাদক ব্যবসায়ী ও সেবী আত্মসর্মপণ করেন। এ সকল আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ ও তাদের মধ্যে ১৯ জনকে সেলাই মেশিন ও চা বিক্রির সরঞ্জাম দিয়ে পূর্ণবাসন করেন রেঞ্জ ডিআইজি, বরিশাল মহোদয়। এছাড়া উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ১১৭ জন আত্মসর্মপণকারী সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, পিরোজপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সভাপতি ও সাধারণ সম্পাদক, আলোর পথে সহ সুধী সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন