মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন করলেন তালার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 276 দর্শন

 

এবার ভ্যালেন্টাইন ডে তে  মাানবিকতায় দৃষ্টান্ত স্থাপন করলেন তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান।গতকাল ১৪ ফেব্রুআরি প্রায় শতবর্ষী এক বৃন্ধ তালা থানায় আসেন জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশের সহযোগীতা চাইতে। ওসি সাহেব তখন চেয়ারে বসে সরকারী দায়িত্ব পালন করছেন।এসময় ওসি র রুমের সামনে দায়িত্বরত কনস্টেবল ওসি সাহেব কে বল্লেন স্যার,এক বৃদ্ধে এসেছেন আপনার সাথে দেখা করতে। ওসি সাহেব তার কনস্টবল কে বল্লেন ভিতরে আসতে বলো বৃদ্ধ কে। কনস্টেবল তখন উত্তরে বল্লেন, স্যার বৃদ্ধলোকটির বয়স প্রায় ১০০ বৎসর। তিনি অসুস্থ্য থানার সিড়ি দিয়ে তিনি উঠে আপনার রুমে প্রবেশ করার শারীরিক শক্তি তার নেই।

ওসি সাহেব কথাটি শোনা মাত্রই চেয়ার থেকে উঠে থানা চত্বরে বৃদ্ধ সেই লোকটির কাছে গিয়ে প্রশ্ন করলেন, বাবা-জী বলেন আপনাকে কি সেবা দিতে পারি? বৃদ্ধ লোকটি তখন তার সমস্যার কথা বল্লে ওসি জিহাদ খান সাথে সাথে একজন সাব-ইন্সপেক্টর কে দায়িত্ব দেন বৃদ্ধের বিষয়টি নিষ্পত্তি করার।এসময় বৃদ্ধ লোকটি ওসি সাহেবের আচার-ব্যবহার দেখে মুদ্ধ হন। পরে বৃদ্ধ লোকটি র জন্য তালার ওসি জিহাদ খান একটি ভ্যান ডেকে নিজের পকেট থেকে ভ্যান ভাড়া দিয়ে বৃদ্ধ লোক টি কে তার বাড়িতে পৌছে দিয়ে আসতে বলেন।ওসির এই মানবিক কর্মান্ডের বিষয়টি অনুধাবন করেন ঘটনাস্থলে উপস্থিত এক গণমাধ্যম কর্মী।তিনি এ প্রতিবেদক কে বলেন, সত্যিই তালার ওসি একজন মানবিক ও জনবান্ধব ওসি। তিনি তালা থানায় যোগদান করার পরে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি প্রতিনিয়ত মানবিক কাজক্রম করে যাচ্ছেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন