শীতার্ত মানুষের পাসে দাঁড়ালেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আলিম মাহমুদ

দ্বারা zime
০ মন্তব্য 265 দর্শন

 

সাতক্ষীরার তালায় শীতার্ত মানুষের মাঝে কম্বল,এতিমখানার শিশুদের মাঝে পোশাক বিতরণ ও অসহায় মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আলিম মাহমুদ শুক্রবার সকালে তার নিজ গ্রাম তালার লক্ষণপুরে এসকল সামগ্রী বিতরণ করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দেন। এসময় তালা থানার ওসি আবু জেহাদ ফকরুল আলম খান,পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়,তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ,ব্যবসায়ী আমিনুর রহমান আমিন,শেখ মাহমুদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলিম মাহমুদ এসময় বলেন, এলাকায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। পিতা আনছার মাহমুদের নামে প্রতিষ্ঠিত আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে যেসব শিশু-কিশোররা রয়েছে,ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলবার প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত,আলিম মাহমুদ তার পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক শিক্ষক মরহুম আনছার মাহমুদের স্মরণে তালা উপজেলার লক্ষণপুর গ্রামে ‘আনছার মাহমুদ স্মৃতি সংস্থা’ গড়ে তুলেছেন। প্রতিষ্ঠা করেছেন ৫ তলা ভবন বিশিষ্ট ‘আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’। প্রচলিত ধারার বাইরে এসে এতিম শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইংরেজিসহ সাধারণ শিক্ষাও দেওয়া হচ্ছে তাদের। শুক্রবার এলাকার ৪শ’ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আলিম মাহমুদ। এছাড়া এতিমখানার ১শ’ ৫০ জন শিশু-কিশোােরর মাঝে পোশাক বিতরণ করেছেন তিনি। পাশাপাশি এলাকার অসহায় ৫শ’ ব্যক্তিকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন পুলিশ কর্মকর্তা আলিম মাহমুদ। সম্প্রতি এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১৫টি টিউবওয়েলও বসিয়ে দিয়েছেন তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন