এমন ভুল আর হবেনা স্যার : পুলিশ সুপারকে লক ডাউন ভঙ্গকারীরা

দ্বারা zime
০ মন্তব্য 505 দর্শন

 

লক ডাউন ভঙ্গ করায় চাকুরীজীবি দের শপথ পাঠ করালেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

 

সোমবার সকালে তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুবাসিনি এলাকায় জেলা পুলিশের লড ডাউন চেক পোস্ট পরিদর্শনে যান। পরিদর্শন কালে পুলিশ সুপার খুলনা থেকে সাতক্ষীরায় প্রবেশের চেষ্টা কালে কয়েকজন সরকারি ও বেসরকারি চাকুরীজীবি দের দাড় করান। এসময় পুলিশ সুপার তাদের কে প্রশ্ন করেন আপনারা কি করেন?  তারা উত্তর দিলো চাকুরী করি স্যার খুলনায়। পুলিশ সুপার তাদের কে বল্লেন আপনারা কি জানেন এখন এক জেলা থেকে অন্য জেলা তে প্রবেশ করা নিষেধ। তারা বল্লেন জানি স্যার, চাকুরীর স্বার্থে যাতায়াত করি। তখন পুলিশ সুপার তাদের কে বলেন চাকিরী করতে খুলনায় কর্মস্থলে থাকতে হবে নতুবা ছুটি নিয়ে বাড়ি থাকতে হবে। পরে তারা পুলিশ সুপারের কাছে ডান হাত উচু করে শপথ বাক্য পাঠ করে বলেন এমন ভুল আর হবেনা। এমন ভুল আর হলে আপনি যে শান্তি দেবেন আমরা তাই মাথা পেতে নেবো।

পরে পুলিশ সুপার তাদের কে এ যাত্রায় মুক্তি দেন।এসময় খুলনা থেকে আসা  ৪ জন স্বাস্থ্য কর্মীকে মোটে প্রবেশ করতে দেন নি  পুলিশ সুপার। পরে তাদের কে পুনরায় খুলনায় ফিরে যেতে হয়েছিলো। লড ডাইন চেক  পোস্ট পরিদর্শন কালে পুলিশ সুপারের সাথে তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, তালা থানার ওসি মেহেদি রাসেল, ট্রাফিক পুলিশের পরিদর্শক হাসান মল্লিক সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন