আশাশুনিতে শিক্ষা প্রতিষ্ঠানে ঝুড়ি বিতরণ করলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল

দ্বারা zime
০ মন্তব্য 428 দর্শন

 

ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে আশাশুনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রেসক্লাবে ঝুড়ি বিতরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঝুড়ি বিতরণ উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পদাক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এস কে হাসানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা, পরিত্যাক্ত দ্রব্যাদি যাতে বিচ্ছিন্ন ও এলোমেলো ভাবে ফেলে এলাকাকে দুষিত ও দুগ্ধর্ন্ধযুক্ত না করা হয় বিষয়টি নিশ্চিত করতে এবং ময়লা আবর্জনা ও উচ্ছিষ্ট দ্রব্যাবি নির্দিষ্ট স্থানে ফেলনোর অভ্যাস গড়ে তুলতে উপজেলা প্রশাসন জেলা প্রশাসকের নির্দেশনামত এ উদ্যোগ গ্রহন করেন। তারই অংশ হিসাবে প্লাস্টিকের ঝুড়ি বিতরণ করা হয়।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন