এডিশনাল সেক্রেটারির সাথে সাতক্ষীরা চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের মতবিনিময় সভা

দ্বারা zime
০ মন্তব্য 524 দর্শন

 

জগন্নাথ রায় : সাতক্ষীরা জেলা চেম্বার অব কমার্স ও আমদানি রপ্তনি কারকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় সাতক্ষীরা চেম্বার অব কমার্স এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এর সভাপতি মো: নাসিম ফারুক খান মিঠু, এ সময় প্রধান অতিথী ছিলেন উপস্থিত ছিলেন, প্রাণেশ রঞ্জন সূত্রধর, (অতিরিক্ত সচিব ও প্রধান নিয়ন্ত্রক আমদানি, রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর ঢাকা)। এ সময় ভোমরা স্থলবন্দর আমদানী রপ্তানী কারক ব্যবসায়ীরা তাদের বিভিন্ন হয়রানি ও সমস্যার কথা তুলে ধরে।

ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, সারা পৃথিবীতে এই আইপির মাধ্যমে ইমপোর্ট হয়। আইপি নিতে গেলে আগে আমাদের কোন সমস্যা হতো না, কিন্তু বর্তমানে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি আরো জানান একটা আই পি নিতে গেলে দুই হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এ সময় প্রধান অতিথি সকলের কথা নোট করে নেন এবং তার বক্তব্যে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, আমরা আগের তুলনায় এখন আরো অনেক এগিয়ে এসেছি এবং সকল তথ্য রেজিষ্ট্রেসন, রি-রেজিষ্ট্রেসন, সকল সেবা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, অনলাইনের এমন সুবিধার কারণে আপনারা দালাল থেকে মুক্তি পাবেন আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। তিনি নোভেল করণা ভাইরাস সম্পর্কে কিছু সচেতনতা মূলক কথা বলেন। এ সময় সাতক্ষীরা চেম্বার অব কমার্স এর সভাপতি মো: নাসিম ফারুক খান মিঠু, আমদানী রপ্তানী কারকদের আস্থা দিয়ে বলেন, আপনাদের সমস্যা আপনারা আমার মাধ্যমে জানাতে পারেন, আমি যথা সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো এবং সমস্যা সমাধানের চেষ্টা করবো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আমদানী রপ্তানী কারক, আল-ফেরদৌস, দিপংকর ঘোষ ,দিনবন্ধু মিত্র, আব্দুল মান্নান, কামরুজ্জামান মুকুল, কাজী মনিরুজ্জামান (মুকুল), শহিদুল ইসলাম বাবলু, সৈয়দ শাহিনুর আলি, গোলাম আজম, দেলোয়ার হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান নাসিম, আবু মুছা, পানি ডাক্তার, মাকছুদুর রহমান খান,সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, জগন্নাথ রায়, ফেরদৌস আহমেদ প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন