থানা হচ্ছে মানুষের শেষ আশ্রয় কেন্দ্র তাই থানায় গেলে জনগণের সাথে ভালো ব্যবহার করুন : রেঞ্জ ডিআইজি গোলাম ফারুক।।

দ্বারা zime
০ মন্তব্য 662 দর্শন

 

রাঙামাটির বরকল, জুরাছড়ি ও লংগদু থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।

আজ ০৫ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলায় আগমন করলে রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, পিপিএম রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।পরে রেঞ্জ ডিআইজি রাঙামাটি জেলার বরকল থানা, জুরাছড়ি থানা ও লংগদু থানা পরিদর্শন করেন।পরিদর্শন কালে রেঞ্জ ডিআইজি থানা গুলোর হাজত খানা,মাল খানা, অস্ত্রাগার সহ অন্যান্য ইউনিট পরিদর্শন করেন।

পরিদর্শন কালে রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন থানা হবে মানুষের শেষ আশ্রয় কেন্দ্র। মানুষ বিপদে পড়লে থানায় ছুটে আসে।তাই থানার ওসি দের জনগনের সহিত ভালো ব্যবহার করতে হবে।মানুষের বিপদে পুলিশ কে বন্ধুর মত পাসে দাড়াতে হবে।রেঞ্জ ডিআইজি পরিদর্শন কারে আরো বলেন কোন নিরিহ মানুষ কে হয়রানি করা যাবেনা,তিনি বলেন নিরিহ মানুষ কে হয়রানি করলে তার পোশাক খুলে নেওয়া হবে।এসময় আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে রাঙামাটি জেলা পুলিশ কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরে রাঙামাটি জেলা পুলিশের একদল চৌকস পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কে ‘গার্ড অব অনার’ সালামী প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন