প্রতাপনগরে ডায়রিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরন করলেন সিভিল সার্জন

দ্বারা zime
০ মন্তব্য 195 দর্শন

 

আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ভাঙ্গন কবলিত এলাকায় ডায়রিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতাপনগরের সব কয়টি গ্রাম ভেড়ী বাঁধ ও প্রতিরক্ষা রিং বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ খাদ্য সংকট, বসবাসের ব্যবস্থা সংকট, সুপেয় পানি সংকট ও স্বাস্থ্যগত সমস্যা নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এসব এলাকার মানুষদেরকে স্বাস্থ্যগত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে গিয়ে মানুষের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন