সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লকডাউনে চলমান বিধি নিষেধ সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন শেখ শামস জুবায়ের, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা থানার এসআই চন্দন কুমার মন্ডলসহ সেনাসদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ তালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দের সাথে করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলামসহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।