শরীয়তপুর থেকে পালিয়ে আসা করোনা রোগী উদ্ধার করলো সাতক্ষীরা জেলা পুলিশের কুইক রেসপন্স টিম

দ্বারা zime
০ মন্তব্য 581 দর্শন

 

শরীয়তপুর থেকে পালিয়ে আসা করোনা রোগী উদ্ধার:
ডাবলু মোল্লা (২৬)
পিং: মৃত মানছুর মোল্লা
গ্রাম: কোডন্দা।
ইউনিয়ন: আশাশুনি সদর, আশাশুনি সদর, সাতক্ষীরা।
শরীয়তপুরে, আঙ্গুরা ইউনিয়নে ধান কাটতে গিয়ে লক্ষণ প্রকাশ পেলে, সেখানে কোয়ারেন্টিনে রেখে গত ১৭/০৫/২০২০ তারিখ টেস্ট করা হয়।

পরবর্তীতে গত ২১/০৫/২০২০ তারিখ রিপোর্ট পজিটিভ হওয়ায় তাকে সেখানে আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে সে পালিয়ে ট্রাক যোগে সাতক্ষীরা আসে।

শরীয়তপুর থেকে সংবাদ পেয়ে চেকপোস্ট বসানো হলে সে কৌশলে মাছের ট্রাকে অদ্য ২২/০৫/২০২০  তারিখ ভোরে আশাশুনিতে পৌঁছে ঘেরের ঘরে পালিয়ে থাকে।

সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা পুলিশের কুইক রেসপন্স টিম ও আশাশুনি থানা পুলিশ তাকে উদ্ধার করে তার নিজ বাড়িতে আইসলেশনে রাখে।

এবিষয়ে সাতক্ষীরা জেলা জেলা পুলিশের ফেইজবুক আইডির মাধ্যমে জানানো হয় আক্রান্তের স্ত্রী, মাতা, ২সন্তান, বোন ও বোনের ১ সন্তান সহ পুরো বাড়ি লক ডাউন করা হয়েছে! এলাকায় সতর্কতা মূলক মাইকিং, লাল পতাকা ও লক ডাউন সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে!





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন