শারদীয় দূর্গা পুজার মহাঅষ্টমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করলেন এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 255 দর্শন

 

 

মাহফিজুল ইসলাম আককাজ :  শারদীয় দূর্গা পুজার মহাঅষ্টমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সদরের কুশখালী ইউনিয়নের সাতানী দাস পাড়া পূজা মন্ডপ ও আগরদাঁড়ী ইউনিয়নের ঘোষাল বাড়ি পূজা মন্ডপ পরিদর্শণ করেন। এসময় এলাকার হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় এমপি রবি তার বক্তব্যে বলেন,‘বাংলাদেশ আওয়ামীলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ তাদের স্ব-স্ব ধর্মের আচার অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করে থাকে। বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবং সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার পাশা পাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান এমপি রবি।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা পরিষদের সদস্য ও বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় দলীয় ও পূজা মন্ডপে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন