সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এড. অরুণ ব্যানার্জীর রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টেক্রিয়া সম্পন্ন

দ্বারা zime
০ মন্তব্য 286 দর্শন

 

মীর আবু বকর : সাতক্ষীরায় সিনিয়ার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এড. অরুন ব্যানার্জীর রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টেক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা  থানা পুলিশের একটি চৌকুস দল।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত বাবুল আক্তার, সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সিনিয়র সাংবাদিক কে রসুলপুর মহাশ্মশানে অন্তেষ্টেক্রিয়া সম্পন্ন করা হয়। উলে­খ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এড. অরুণ ব্যানার্জী দীর্ঘ দিন বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা ল কলেজ শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ হলে দুর্বল হয়ে পড়ে গত রবিবার ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহজগৎ ত্যাগ করেন। এর পূর্বে সাতক্ষীরা প্রেসক্লাবের কৃষ্ণচুড়া চত্ত¡রে প্রয়াত সাংবাদিক এড. অরুন ব্যানার্জীর মরদেহ আনা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ আ’লীগের নেতৃবৃন্দ। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন সহ সাংবাদিকবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন