আশাশুনি থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ল্যাপটপ-মোবাইল-সেলাই মেশিন-ইজিবাইক উদ্ধার : আটক – ১।।

দ্বারা zime
০ মন্তব্য 765 দর্শন

 

আশাশুনি থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে একটি ল্যাবটপ,২ টি মোবাইল, মানিব্যাগ,একটি সেলাই মেশিন সহ আব্দুস সবুর নামক একট চোর কে আটক করেছে।

আটককৃত আসামি সবুর আশাশুনি থানার আদালতপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।থানা পুলিশের সুত্র জানায় বাড়িতে কেউ না থাকায় তালা কেটে ল্যবটপ,দুটো মোবাইল, মানিব্যাগ ও একটি সেলাই মেশিন নিয়ে যায় অজ্ঞাত নামা আসামি।পরে বাড়ির মালিক আশাশুনি থানায় অজ্ঞাত নামা আসামি করে একটি মামলা দায়ের করেন।থানা পুলিশের সুত্র আরো জানায় আশাশুনি থানার মামলা নং ২১(৪)২০ ধারা ৪৫৭/৩৮০ মোতাবেক সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এর তত্বাবধানে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃইয়াছীন আলীর নেতৃত্বে আশাশুনি থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান,এসআই জুয়েল ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মঙ্গল সকালে আব্দুস সবুর কে আটক করা হয় এবং তার কাছ থেকে ১টি ল্যাবটপ,২ টি মোবাইল, মানিব্যাগ,একটি সেলাই মেশিন উদ্ধার করা হয়।

আশাশুনি থানা পুলিশের অপর একটি অভিযানে খুলনা সোনাডাঙ্গা থানার জিডি মুলে একই অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় আশাশুনি থানার শ্রীউলা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া ইজি বাইক টি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা হয়নি বলে জানান আশুশুনি থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন