নৌকা ও ভ্যানে চড়ে শ্যামনগরের দুর্গম এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার

দ্বারা zime
০ মন্তব্য 415 দর্শন

 

নৌকা ও ভ্যানে চড়ে শ্যামনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

আজ ২৬ শে ডিসেম্বর ২০২১খ্রিষ্ট্রাব্দ তারিখ রোজ রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শ্যামনগর উপজেলায় ৯টি ইউনিয়নে  ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্যামনগর থেকে প্রথমে স্প্রিডবোর্ড ও পরে ভ্যানে চড়ে দুর্গম এলাকা  গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন। 

পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোট কেন্দ্রে আগত ভোটারদের সাথে মতবিনিয় করেন। এসময় ভোটার রা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন একটি অবাধ-  সুষ্ঠু ও নিরাপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য।

ভোট কেন্দ্র পরিদর্শন কালে জেলার দুই শীর্ষকর্তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো: সজীব খান,কালিগঞ্জ সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার এমএন মোহাইমেনুল রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর মো: ইকবাল হোসেন, সাতক্ষীরা সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুুজ্জামান, দেবহাটা সার্কেল এএসপি এসএম জামিল আহম্মেদ  জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর হাসান মল্লিক, শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এক নগরে নির্বাচনের ফলাফল :

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে।

নির্বাচতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যথাক্রমে উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়া গাজী আনিছুজ্জামান আনিচ, নুরনগর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম, রমজাননগরে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুরে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ কর্মী আবু সালেহ, মুন্সিগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

ভোটের ফলাফল অনুযায়ী আওয়ামীলীগের ২ প্রার্থী নির্বাচিত হলেও তাদের দলের বিদ্রোহী হিসেবে ২ জন নির্বাচনে জয়ী হয়েছে। এছাড়া বিএনপি’র ২ নেতা স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়ার পাশাপাশি জামায়াত সমর্থিত ১ জনসহ অপর নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ কর্মী হলেও তারা দলীয় মনোনয়ন না চেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন