আশাশুনি উপজেলা আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত।।

দ্বারা zime
০ মন্তব্য 413 দর্শন

 

আশাশুনি উপজেলা আওয়ামীলীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগরে সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র ও দপ্তর সম্পাদক শেখ হারুনর রশিদ। আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চেয়ারম্যান আবু হেনা সাকিল, চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সহ-সভাপতি রাজ্যেশ^র দাশ, চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, এড. জহুরুল হক, আলহাজ¦ ডাঃ গাইসুল হক, চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, বিমল কৃষ্ণ গাইন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, চেয়ার‌্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, চেয়ারম্যান আব্দুল বাছেত হারুন চৌধুরী, বুদ্ধদেব সরকার, এড. মোশাররফ হোসেন, শেখ শামীনুর রহমান, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, শম্ভুজিৎ মন্ডল, ঢালী সামছুল আলম, সেলিম রেজা সেলিম, রাজু আহমেদ পিয়াল, সঞ্জয় দাশ, আবু সাইদ ঢালী, প্রফেসর আঃ আলিম, আলমগীর হোসের আঙ্গুরসহ উপজেলা আ’লীগ সদস্য ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/সেক্রেটারী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি মুনছুর আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী, বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামীলীগের সাথে বিরোধী মনোভাবাপন্ন কোন ব্যক্তি আওয়ামীলীগের সদস্য হতে পারবেনা। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধীতা করেছিল তাদেরকে কেন্দ্র হতে নোটিশ করা হয়েছে। তাদের সাংগঠনিক সমস্ত কার্যক্রম করা স্থগিত করা হয়েছে। আমরা এমন সংগঠন করতে চাই পুলিশ, বিডিআর, প্রশাসন লাগবেনা, জনগণ নিয়েই সংগঠন চলবে। বিশেষ অতিথি নজরুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে ত্রুটি বিচ্যুতি ও অভিযোগ আছে তাদের অপেক্ষা ভাল মানুষকে নেতৃত্বে আনলে আ’লীগ সংগঠন আরও শক্তিশালী হবে। আশাশুনি আওয়ামীলীগের ভোট ব্যাংক, এখানকার ভোটারদের ভোট নিয়েই এমপি রুহুল হক সাহেব বিজয়ী হতে পেরেছিলেন। আশাশুনির আ’লীগ সংগঠন শক্তিশালী সংগঠন, এ সংগঠনকে আরও শক্তিশালী হিসাবে গড়ে তুলতে নেতাকর্মীদের সচেতনতার সাথে কাজ করার আহবান জানান তিনি। সভার সভাপতি এবি এম মোস্তাকিম সভাপতির ভাষণে সভা মূলতবী ঘোষণা করে আগামী শুক্রবার বিকাল ৫ টায় মূলতবী সভা অনুষ্ঠিত হবে বলে জানান।

Satnodi net





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন