চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলাম করোনা পজিটিভ : সুস্থ্যতা কামনা

দ্বারা zime
০ মন্তব্য 804 দর্শন

 

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। জেলার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে শনিবার রাতে মোট ৫৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে। সে অনুযায়ী জেলার পুলিশ সুপারসহ ২৫ জন করোনা ‘পজিটিভ’।

পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, গত ২৭ জুলাই শরীরে প্রথম জ্বর অনুভূত হয়। পরদিন ২৮ জুলাই নমুনা দেওন। শনিবার রাতে হাতে পাওয়া ফল অনুযায়ী তাঁর করোনা পজিটিভ এসেছে।

পুলিশ সুপার বলেন, ‘বর্তমানে হালকা কাশি ছাড়া তেমন কোনো উপসর্গ নেই। নমুনা দেওয়ার পর থেকে স্বাস্থ্যবিধি মেনেই নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলাম। সুস্থ হতে বাকি দিনগুলোতে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি মানুষের দোয়া চাই।’

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় পুলিশ সুপারকে নিয়ে এ পর্যন্ত ৩৯জন পুলিশসদস্য করোনা ‘পজিটিভ’ হয়েছেন। এর মধ্যে ৩৩জন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

এদিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের করোনা আক্রান্তের খবর জানতে পেরে তাঁর দ্রুত সুস্থ্যতার জন্য দেশ বাসীর নিকট দোয়া চেয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাউফ জোনের ডিসি মোহাম্মদ ইলতুৎ মিশ প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন